• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে ইউপি নির্বাচনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৭ মে, ২০১৬

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জ জেলার বাহুবলে আওয়ামীলীগের ৭ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

 

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডীস্থ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

চূড়ান্ত প্রার্থীরা হলেন- ১ নং স্নানঘাট ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান মেম্বার ফেরদৌস আলম।

 

২ নং পুটিজুরী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছুদ্দিন তারা মিয়া।

 

৩ নং সাতকাপন ইউনিয়নে উপজেলা তরুনলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আয়াত আলী।

 

৪ নং বাহুবল ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী।

 

৫ নং লামাতাসী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম ও বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু।

 

৬ নং মিরপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইফুদ্দিন লিয়াকত।

 

৭ নং ভাদেশ্বর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান বশির।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল সোমবার উপজেলার ৭ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, ১১ ও ১২ মে মনোনয়ন পত্র বাছাই এবং ১৯ মে প্রত্যাহারের নির্ধারিত তারিখ।

 

নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য মতে, উপজেলার স্নানঘাট ইউনিয়নে ভোটার সংখ্যা ১৬ হাজার ১৩৪, পুটিজুরী ইউনিয়নে ১৬ হাজার ৫৮৪, সাতকাপন ইউনিয়নে ২০ হাজার ২৪২, বাহুবল ইউনিয়নে ১৮ হাজার ২১৭, লামাতাসী ইউনিয়নে ১৪ হাজার ৮৮২, মিরপুর ইউনিয়নে ১৭ হাজার ৩৯০ ও ভাদেশ্বর ইউনিয়নে ২১ হাজার ২৯৭।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ