শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮ ইউনয়নে ভোটগ্রহণ চলছে। সকাল আটটা থেকেই ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে ভোট কেন্দ্রগুলোতে। এই ভোটারদের বেশির ভাগই নারী ভোটার। বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ চলছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক। ভোটররাও ভোটের পরিবেশ দেখে সন্তুষ্ট।
রাজনগরের মনসুর নগর ইউনিয়নে মহলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টায় উপস্থিত হয়ে দেখা যায় সারা মাঠ ভর্তি মহিলা ভোটারদের লাইন। পরচক্র গ্রামের অসুস্থ এক মহিলা ভোটার ধিলবান ভানু (৫৫) ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে এসেছেন। জানালেন ভোট না দিলে নাগরিকত্বের দাম থাকে না। তাই ভোট দিতে এসেছি।
রাজনগর সদর ইউনিয়নের দত্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯টা ৫০ মিনিটে গিয়ে দেখা যায় মহিলারা লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। প্রিজাইডিং কর্মকর্তা কাজী নাদিমুল হক জানান মোট ভোটার এই কেন্দ্রে ২৫০৮ ভোট। এ সময়ে ভোট পড়েছে ১৫%। উত্তর ঘরগাও কেন্দ্রে মহিলাদের লম্বা লাইনে দাড়িয়ে ছিলেন ভোটার হাওয়ারুন বেগম (৬০)। পরিচিত একজনকে দেখেই বললেন ‘দেখ বাবা, লাইন আগুয়ারনা, উবাইতে উবাইতে পাওত বেদনা হইগেছে।
রাজনগরের ৮ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫১ হাজার ৫৪৪ টি। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩১ জন প্রার্থী। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩১০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ভোট কেন্দ্র ৭৬ টি। এদিকে ভোট গ্রহণ যাতে শান্তিপূর্ণ হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
কর্নিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা জানালেন জেলা পুলিশ সুপার গত কয়দিন ধরে বিভিন্ন এলাকা ঘুরে মানুষকে জানিয়েছেন ভোটে কাউকে গন্ডগোল করতে দেয়া হবে না। এই মেসেজের কারণে কেন্দ্রে সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে।