করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে ৩৯ ইউনিয়নে নির্বাচন আজ

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৭ মে, ২০১৬

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট বিভাগের ৫টি উপজেলার ৩৯ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। এসব ইউনিয়নে বৃহস্পতিবার রাত ১২টায় নির্বাচনী প্রচারণা শেষ হয়।

 

সিলেট জেলার দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জের ২৪টি এবং মৌলভীবাজারের রাজনগর ও কুলাউড়া উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রার্থী ও সমর্থকদের মধ্যে বিপুল উদ্দীপনা বিরাজ করছে এবং তৃণমূলে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দেয়।

 

এসব ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়াও বিদ্রোহী প্রার্থী রয়েছেন ২৩ জন। তাদের দল থেকে বহিষ্কার করা হলেও কেউ নির্বাচনী মাঠ ছাড়েননি। তবে তুলনামূলক বিএনপির বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কম।

 

এদিকে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ