রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
কামরুল হাসান: সকাল ১০টায় নামাজে জানাযার নির্ধারিত সময় দেয়া থাকলেও ঘনকুয়াশার মধ্য ৮টার আগেই বিশাল মাঠ মুসল্লিদের উপস্থিতিতে তিল ধারণের ঠাই ছিল না। সারাদেশ থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি মোহাদ্দিস হুজুরের জানাযায় শরিক হবার জন্য হবিগঞ্জের উমেদনগর টাইটেল মাদরাসা মাঠে শরিক হন।
সোমবার সকাল ১০টা ১৭ মিনিটে লক্ষ লক্ষ মুসল্লিদের সঙ্গে নিয়ে হবিগঞ্জের মোহাদ্দিস হুজুরের জানাযার নামাজ পড়ান সুযোগ্য সন্তান মাওলানা মাসরুরুল হক।
জানাযা শেষে মাদরাসা প্রাঙ্গণে লক্ষ লক্ষ মুসল্লিদের কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দেশ বরণ্যে আলেম আলিমকূল শিরোমণি আল্লামা তাফাজ্জুল হক।
এর আগে রবিবার (০৫ জানুয়ারী) বিকাল পৌনে ৫ টার দিকে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে হবিগঞ্জ থেকে সিলেট হাসপাতালে যাবার পথে শেরপুর নামকস্থানে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।