রবিবার, ১১ মে ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণীর এক ছাত্রী।
শুক্রবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম পুলিশ নিয়ে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন।
জানা যায়, হরিণখোলা গ্রামের বাহার মিয়ার মেয়ে চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী মহুয়া আক্তার চাঁদনির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর গ্রামের আবদুল করিমের ছেলে ওসমান মিয়ার সঙ্গে বিয়ে ঠিক হয়। শুক্রবার বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করে।
এরই মধ্যে উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম থানার দারগা দয়াল হরি ভৌমিককে সঙ্গে নিয়ে বাহার মিয়ার বাড়িতে উপস্থিত হয়।
এ সময় বিয়ে বন্ধ করার জন্য ছাত্রীর বাবাকে নির্দেশ দেন। এবং বাল্যবিয়ের আয়োজন করার জন্য ছাত্রীর বাবাকে ১ হাজার টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।