করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে চ্যানেল আই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন মেলায় সভা

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে চ্যানেল আই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন মেলা ২০২০ উপলক্ষে আলোচনাসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে চ্যানেল আই হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মঈন চৌধুরী টিপু, বর্তমান সাধারণ সম্পাদক সম্পাদক সায়েদুজ্জামান জাহির, প্রবাসী কমিউনিটি লিডার নুর উদ্দিন চৌধুরী বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, এশিয়ান টিভি হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কোহিনুর, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি ফয়সল চৌধুরী, দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সহিবুর রহমান, দৈনিক সংবাদ হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড আহবায়ক গউছ উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ফজলুল করিম।

অনুষ্ঠান পরিচালনা করেন আমার চ্যানেল আই দর্শক ফোরামের সদস্য সচিব ব্যাংকার শাহ্ জয়নাল আবেদীন রাসেল। পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ