শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি,মৌলভীবাজার : মৌলভীবাজারের ঘোড়াকাল এলাকা থেকে ২৪০ লিটার দেশীয় মদ ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আফাজ মিয়া (৩৩) ও পিনকু দেব নাথ (৩০)। তাদের বাড়ি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ পরিদর্শ (এএসআই) নাজমা বেগম জানান, গোপন সংবাদের ভিতিত্তে ঘোড়াকাল এলাকায় অভিযান চালিয়ে ২৪০ লিটার দেশীয় মদ ও একটি প্রাইভেটকারসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসআই।