শনিবার, ১০ মে ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মো. সরওয়ার শিকদার ও সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়াকে ‘মুন্না ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা স্বারক প্রদান করা হয়।
‘মুন্না ফাউন্ডেশন’ এর পরিচালক মতিউর রহমান মুন্নার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, এমএ আহমদ আজাদ, সহসভাপতি আশাহিদ আলী, অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, আমাদের সময় প্রতিনিধি সলিল বরণ দাশ, হাবিবুর রহমান চৌধুরী শামীম, উপজেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ সায়েদ, জয়যাত্রার টিভির ছনি চৌধুরী, স্বদেশ বার্তার প্রতিনিধি আলী হাছান লিটন, লোকালয় বার্তার প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রমুখ।