শনিবার, ১০ মে ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘদিনের বিরোধ ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ রবিবার অনুষ্ঠিত হচ্চে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন।
নবীগঞ্জের সাংবাদিক সমাজের ঐহিত্যবাহী সংগঠন ‘নবীগঞ্জ প্রেস ক্লাব’ এর ইতিহাসে এই প্রথম প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে উৎসব আমেজ। দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য।
শহরের ডাক বাংলোতে আজ (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় ভোট গ্রহন শুরু হয়ে চলবে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গননার পর শেষ বিকেলে বুঝা যাবে কারা হচ্ছেন সভাপতি-সাধারণ সম্পাদক ?। নির্বাচনে ১৩ পদে লড়ছেন ২১ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন ৩ জন প্রার্থী।
তারা হলেন, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম.এ বাছিত, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার ও দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী।
সহ-সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি আশাহিদ আলী আশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৩ জন প্রার্থী। তারা হলেন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ সেলিম তালুকদার, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম. মুজিবুর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ২ জন প্রার্থী। তারা হলেন দৈনিক আমাদের সময় প্রতিনিধি সলিল বরন দাশ ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি কিবরিয়া চৌধুরী ।
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী। তারা হলেন, বৈচিত্রময় সিলেটের প্রতিনিধি আবু তালেব ও সাংবাদিক আকিকুর রহমান সেলিম।
এছাড়াও নির্বাহী সদস্য পদে ৮ জনের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- প্রথম আলোর সাবেক প্রতিনিধি এস.আর চৌধুরী সেলিম, দৈনিক কাজির বাজার প্রতিনিধি তোফাজ্জল ইসলাম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি আনোয়ার হোসেন মিঠু, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এটিএম সালাম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সুবিনয় রায় বাপ্পি, দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, দৈনিক উত্তরপূর্বের প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, দৈনিক দিনকাল প্রতিনিধি অলিউর রহমান অলি।
এর আগে গত মঙ্গলবার সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩টি পদের বিপরীতে মোট ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা রফিক ও নির্বাচন কমিশনার ফজলুর রহমান। পরে নির্ধারিত সময়ে নির্বাহী সদস্য পদের প্রার্থী দৈনিক ইত্তেফাকের নবীগঞ্জ প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী তার প্রার্থীতা প্রত্যাহার করেন।