শনিবার, ১০ মে ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ এমপি আমাতুুল কিবরিয়া কেয়া চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা করেছে পূর্ব জয়পুর শচী অঙ্গন ধাম।
বৃহস্পতিবার রাতে শচী অঙ্গন ধামের নাচ মন্দিরে এ প্রার্থনা অনুষ্টিত হয়।
নিরঞ্জন সাহা নিরুর সভাপতিত্ত্বে সাংবাদিক অভিজিত ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নীরেশ দেব, মিলন দেব, অবেশ ঘোষ, আরাধন দেব, দ্বীপক চক্রবর্তী, মানিক দেব প্রমূখ।
সভায় বক্তরা বলেন শচী অঙ্গনের অন্যতম শুভাকাঙ্খী আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া দ্রুত সুস্থ্য হয়ে জনগনের সেবায় আত্মনিয়োগ করবেন।একই সঙ্গে শচী অঙ্গনের উন্নয়নের জন্য বলিষ্ট ভূমিকা রাখবেন। সভা শেষে তাঁর সুস্থ্যতার জন্য মহাপ্রভূর কাছে বিশেষ ভোগ নিবেদন করা হয়। পরে সেই ভোগ ভক্তদের মাঝে বিতরণ করা হবে।
উল্লেখ্য আমাতুল কিবরিয়ার কারনেই শচী অঙ্গন ধামের রাস্তাটি পূনরায় পিচ করা হয়।