শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ট্রাক উল্টে জহির উদ্দিন (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় চালকসহ আরও ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার কদমখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহির উদ্দিন উপজেলা ভিত্রিখেল তেতইর তল গ্রামের মৃত আব্দুল মজিদ উরফে মজ্জা মিয়ার ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন- একই গ্রামের তারা মিয়ার ছেলে হাসান আহমদ (২১), হাবিব আলীর ছেলে মুমিন উদ্দিন (২৫), খোরশেদ আলমের ছেলে হোসেন আহমদ (২০), বাচ্চু মিয়ার ছেলে সেলিম আহমদ (২০) ও মৃত আব্দুল মজিদ উরফে মজ্জা মিয়ার ছেলে খলিলুর রহমান (২২)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাথর আনার উদ্দেশ্যে শ্রমিকদের নিয়ে একটি ট্রাক জাফলং যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান জহির উদ্দিন।
আহতদের বরাত দিয়ে জৈন্তাপাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি ও নবনির্বাচিত নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর এলাহী জানান, চালক গাড়ির নিয়ন্ত্রণ হেলপারের হাতে দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে বলে জানান তিনি।