সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ভোট লুটেরা আওয়ামীলীগ শক্তের ভক্ত নরমের জম। কুকুরে জন্য মুগুরের প্রয়োজন। আন্দোলন ছাড়া আওয়ামীলীগের পতন হবে না। তাই ইশপাত কঠিন গণআন্দোলনের মাধ্যমেই আওয়ামীলীগের পতন নিশ্চিত করতে হবে। এ জন্য প্রস্তুত হতে দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান। তিনি গতকাল লাখাই উপজেলা বিএনপির এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জি কে গউছ বলেন- সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার তালবাহানা করছে। তিনি গুরুতর অসুস্থ্য, তার জামিন পাওয়া ন্যায়সঙ্গত অধিকার রয়েছে। তারপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না। তাই আর কোন মানববন্ধন নয়, অবস্থান কর্মসূচী নয়, এবার দুর্বার আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
তিনি বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে ঢেলে সাজানো হচ্ছে। আন্দোলন সংগ্রামে ত্যাগী নেতাকর্মীদেরকে কমিটি গঠনে মূল্যায়ন করা হবে। দল ক্ষমতায় আসলে তাদের অবদান স্বরণ করা হবে। তবে পদ-পদবী নিয়ে মত প্রার্থক্য থাকতে পারে কিন্তু খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে একযোগে ঝাপিয়ে পড়তে হবে। খালেদা জিয়ার মুক্তি না হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে না, মানুষের ভোটাধিকার ফিরে আসবে না।
লাখাই উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুল্লা বাহারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল তালুকদার আব্দালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, এডভোকেট শামছুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল এ চৌধুরী, বিএনপি নেতা এসআর তালুকদার শাহিনুর, এডভোকেট হাজী আয়াতুল ইসলাম, ফরিদ মিয়া, শামছুদ্দিন আহমেদ, আব্দুল আউয়াল ভুইয়া, তাজুল ইসলাম মোল্লা, ড. স্বপন চৌধুরী, শাহ আলম গোলাপ, মহিউদ্দিন শান্ত, জলিল মেম্বার, আব্দুল হান্নান, খসরু মিয়া প্রমুখ।