সোমবার, ১২ মে ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। দলকে ক্ষমতায় নিয়ে আসতে অক্লান্ত পরিশ্রম করেন তারা। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের মানুষকে শান্তিতে থাকতে দেবে না বিএনপি-জামায়াত। তাই দলের প্রতিটি নেতাকর্মীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সামনে রেখে কাজ করতে হবে। দেশের জনগণের স্বার্থে তৃণমূলের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতির এগিয়ে যাওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বানিয়াচংয়ের বড় বাজারের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, যে নেতার কারণে আমরা মহান স্বাধীনতা পেয়েছি সেই নেতার বিচার বানচাল করেছিল বিএনপি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে এসেছেন।
তিনি বলেন, বিএনপি নেত্রী ও তার সন্তান তারেক রহমান বাংলাদেশকে লুটপাটের রাজ্যে পরিণত করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। এই ধারা অব্যাহত রাখার স্বার্থে তৃণমূল নেতাকর্মীকে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।
বর্ধিত সভায় বিশেষ অতিথি’র বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। তিনি আগামী দিনে দলের নেতাকর্মীকে সুসংগঠিতভাবে কাজ করে যেতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তৃতা করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান এর পরিচালনায় সভায় আরো বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, শেখ সামছুল হক, অ্যাডভোকেট আবুল ফজল, যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মর্তুজ আলী, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান, উপ প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সদস্য মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিপুল ভূষণ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক তজমুল হক চৌধুরী, আঙ্গুর মিয়া, এনামুল হোসেন খান বাহার, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, শাহজাহান মিয়া, লিলু মিয়া প্রমুখ।
এছাড়াও প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।