রবিবার, ১১ মে ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা কৃষকদলের সাথে কৃষকদলের কেন্দ্রীয় মনিটরিং টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আনোয়ারুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি।
জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু ছালেক ও পৌর কৃষকদলের আহ্বায়ক আশরাফুল আলম সবুজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাচ্চু, মর্তুজা আহমেদ রিপন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, শাহ মুসলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি কে ঝলক, যুবদল নেতা শেখ মামুন, আব্দুর করিম, কৃষকদল নেতা মোঃ কাশেম, বিকাশ দাস, জুয়েল মিয়া, রাজন মিয়া, ইমরান আহমেদ, বাদল মিয়া, রুখন মিয়া, ফরহাদ আহমেদ, রুয়েল আহমেদ, জামাল মিয়া, নুর আলম, আল আমিন, অনি, সোহাগ মিয়া, হারুন মিয়া, মিন্টু চৌধুরী, ইমন মিয়া প্রমুখ।
সভায় জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান আউয়াল ও সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু’র বিরুদ্ধে সাংগঠনিক বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ কেন্দ্রীয় টিমের নিকট তুলে দেন জেলা কৃষকদল নেতা সিরাজুল ইসলাম, আবু ছালেক ও আশরাফুল আলম সবুজ।
এ সময় সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব বলেন- হবিগঞ্জ জেলা কৃষকদলের সার্বিক বিষয় পর্যালোচনা করেই পরবর্তি প্রদক্ষেপ নেয়া হবে। আমরা উদ্ভুদ্ধ পরিস্থিতি কেন্দ্রে তুলে ধরব। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সিদ্ধান্ত দিবেন। তবে সকল ভেদাভেদ ভুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।