করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জ জেলা আ’লীগের সম্মেলন ১১ ডিসেম্বর

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: এক দিন পিছিয়ে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও হবিগঞ্জ ৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।

হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির জানান, আগামী ১০ ডিসেম্বর খুলনা মহানগর আওয়ামীলীগের সম্মেলন থাকায় হবিগঞ্জে কাউন্সিলর এক দিন পিছিয়ে ১১ ডিসেম্বর নতুন তারিখ ঘোষনা করা হয়েছে।

জানা যায়, ২০১৩ সালের ২৫ জুন হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা আওয়ামীলীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলায় রয়েছে আওয়ামীলীগের ১০টি সাংগঠনিক ইউনিট। এর মধ্যে ৯টি উপজেলা ও একটি পৌরসভা (হবিগঞ্জ পৌরসভা)। এর মধ্যে শুধুমাত্র নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলায় আহবায়ক কমিটি বিদ্যমান।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সভায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় ৬ ডিসেম্বর। পরবর্তীতে ওই তারিখ পিছিয়ে ১০ ডিসেম্বর এবং সর্বশেষ ১১ ডিসেম্বর চুড়ান্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ