সোমবার, ১২ মে ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলিকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৮ নভেম্বর) বিকালে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা নিসা এ কারাদন্ডাদেশ প্রদান করেন।
দন্ডাদেশ প্রাপ্ত যুবলীগ সভাপতি উপজেলার সদর ইউনিয়নের দশকাউনিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
জানা যায়, অবৈধ করাত কল স্থাপনের কারনে এ দন্ডাদেশ প্রদান করা হয়। তিনি করাত কলের নাম ও লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধ গাছ কাটার ব্যবসা করে আসছিলেন।
বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।