শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাপেরকোনা গ্রামে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
নিহত সাজ্জাদ মিয়া সাপেরকোনা গ্রামের আবদুল গফুরের ছেলে। সংঘর্ষে আরো ১০ জন আহত হয়েছেন।
সোমবার বেলা ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের সাপেরকোনা গ্রামের রাজা মিয়া পাওনা টাকার জন্য নিহত সাজ্জাদ মিয়ার ভাই আলা মিয়াকে বাড়ি গিয়ে গালিগালাজ করেন। এর জেরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে সাজ্জাদ মিয়া বুকে বল্লমের আঘাতপ্রাপ্ত হন। দ্রুত সাজ্জাদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আহতদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান, নিহত সাজ্জাদ মিয়া হচ্ছেন রাজা মিয়ার মেয়ের জামাই।
তিনি আরো জানান, নিহত সাজ্জাদের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।