শনিবার, ১০ মে ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পৌর শহরের ঐতিহ্যবাহী দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর নিয়োগ কমিটির মাধ্যমে উপজেলার রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়।
যথারীতি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন ফজলুল হক তরফদার। নিয়োগ পরীক্ষায় ৬ জন প্রার্থী অংশগ্রহন করেন। সন্ধ্যায় ফলাফল প্রকাশে যথারীতি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন ফজলুল হক তরফদার।
এ ফলাফল শীটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে নিয়োগ প্রদানের সুপারিশ করেন ডিজির প্রতিনিধি ও রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক ও নিয়োগ কমিটির সদস্য মোঃ শফিউল আলম শাফী।
তার পরও ম্যানেজিং কমিটির সভাপতি শামছুন্নাহার ও সদস্য সচিব স্বপন কুমার দেব নিয়োগ পরীক্ষার সমুদয় কাগজপত্র নিয়ে চলে যান বাসায় এবং যাওয়ার সময় সভাপতি বলেন, স্কুলে গিয়ে পরে স্বাক্ষর করে প্রথম স্থান অধিকারী ফজলুল হক তরফদারকে নিয়োগ পত্র দিবেন।
কিন্তু নিয়োগ পরীক্ষার ১ মাস ১৭ দিন পরও তাকে নিয়োগপত্র প্রদান করা হয় নাই। ফলে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় স্কুলের কার্যক্রমের ব্যাঘাত ঘটছে।
উল্লেখ্য যে, প্রধান শিক্ষক শূন্য পদে পরীক্ষার নির্বাচিত প্রার্থী ফজলুল হক তরফদারকে নিয়োগপত্র দেওয়ার জন্য স্কুলের নির্বাচিত ম্যানেজিং কমিটির সকল সদস্যদের লিখিত অনুরোধ করা স্বত্বেও সভাপতি নিয়োগপত্র দিচ্ছেন না। এ নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক, সচেতন মহল ও সুশীল সমাজের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ শামছুল হক বলেন, নিয়োগ পরীক্ষার পর কেন চূড়ান্ত নির্বাচিত প্রধান শিক্ষক প্রার্থী ফজলুল হক তরফদারকে নিয়োগপত্র প্রদান করা হচ্ছেনা তা আমার বোধগম্য নয়।