করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী শুরু আজ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

করাঙ্গীনিউজ: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার (১৭ নভেম্বর)।

প্রতিটি পরীক্ষাই সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। এ পরীক্ষা শেষ হবে ২৪ নভেম্বর। উভয় স্তরে ইংরেজি বিষয়ের মাধ্যমে শুরু হচ্ছে এবারের পরীক্ষা।

এবার পরীক্ষার্থী ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন। ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশের বাইরে রয়েছে ১২টি কেন্দ্র। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চলতি বছর পিইসি পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ছাত্রছাত্রী অংশ নিবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন। ইবতেদায়ি পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে, যার মধ্যে ছাত্র ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী ১ লাখ ৬৩ হাজার ২৮৯ জন।

দেশের বাইরে পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সূত্র জানায়, প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ কাজ শেষ হয়েছে। দেশের দুর্গম এলাকার ১৮৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

হবিগঞ্জে প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার্থী ৩৯ হাজার ৯৯৪ জন

এ বছর হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা থেকে পরিক্ষায় অংশ নেবে ৩৯ হাজার ৯শ’ ৯৪ জন কোমলমতি শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী কম।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়- জেলা থেকে এ বছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৯ হাজার ৯শ’ ৯৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক শিক্ষার পরীক্ষার্থী ৩৭ হাজার ৯০ জন ও ইবতেদায়ী পরীক্ষার্থী ২ হাজার ৯শ’ ১ জন। জেলার ১৪২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, গত বছরের তুলনায় পরিক্ষার্থী কমেছে ৭ হাজার ৩৫৯ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ৪৭ হাজার ৩শ’ ৫৩ জন। এর মধ্যে পরিক্ষায় অংশগ্রহণ করে ৪৪ হাজার ৫শ’ জন। আর উত্তীর্ণ হয় ৪২ হাজার ৬শ’ ১৬ জন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন- ‘গত বছরের চেয়ে প্রায় সাড়ে ৭ হাজার পরিক্ষার্থী কমে গেছে। এর কারণ হলো এনজিও পরিচালিত বিভিন্ন বিদ্যালয় ও আনন্দ স্কুলগুলো বন্ধ হওয়া।’

সিলেটে প্রাথমিক সমাপনীতে বসছে ২ লাখ ৫৭৪ জন

সিলেট বিভাগে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় বসছে ১ লাখ ৮৩ হাজার ৮ জন ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় বসছে ১৭ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী।

সিলেট বিভাগীয় শিক্ষা অফিসের উপপরিচালক এ. কে. এম. সাফায়েত আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান- রোববার থেকে সিলেটেও শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা। সিলেট বিভাগের মোট ৬৫৪ টি সেন্টারে এবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর সিলেট বিভাগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৫৭৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৯১ হাজার ৫২৪ জন ও মেয়ে ১ লক্ষ ৯ হাজার ৫০ জন।

এদিকে রোববার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৪ নভেম্বর। এ বছর সারা দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে ছাত্র সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন।

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা দেশে তিন লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে। যার মধ্যে ছাত্র সংখ্যা এক লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা এক লাখ ৬৩ হাজার ২৮৯ জন। দেশের বাইরে পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন। প্রাথমিক ও ইবতেদায়িতে গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে দুই লাখ ২৩ হাজার ৬১৫ জন।

সারাদেশে প্রতিটি পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। পরীক্ষার সময় ৩ ঘণ্টা। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি রাখা হয়েছে। মোট ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে সম্পন্নের জন্য ইতিমধ্যে যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করা হয়েছে। বিশেষ নিরাপত্তার সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ কাজ শেষ হয়েছে। দেশের দুর্গম এলাকার ১৮৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ