করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচংয়ে এমপি মজিদ খানকে সংবর্ধনা

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

শিব্বির আহমদ আরজু, বানিয়াচং (হবিগঞ্জ): ছাত্র-ছাত্রীদের পাঠদানের পাশাপাশি ভালো মানুষ হওয়ার জন্য উৎসাহিত করতে হবে। তারা একদিকে উচ্চ শিক্ষা গ্রহণ করবে, অন্যদিকে মন মানসিকতার পরিবর্তন ঘটিয়ে সৎ ও যোগ্য সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষিত হলে কী হবে যদি তার মাতা-পিতা বৃদ্ধাশ্রমে থাকে! তাই শিক্ষা অর্জনের পাশাপাশি প্রথমে ভালো মানুষ হতে হবে। তাহলেই এ দেশ ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধশালী উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে।

শনিবার সকাল ১১টায় বানিয়াচং আইডিয়েল কলেজ প্রাঙ্গণে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জে মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদরাসায় ৫৫টি বিল্ডিং দেওয়া হয়েছে। ২৩২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭০টি বিদ্যালয়ে বিল্ডিং দেওয়া হয়েছে। কাজেই অহেতুক কুৎসা রটিয়ে কোন লাভ নেই। আমি কোন কাজে হস্তেক্ষেপ করি না। সততা ও স্বচ্ছতার সহিত দেশ এবং জাতির জন্য কাজ করে যাচ্ছি।

কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়ার সভাপতিত্বে এবং প্রভাষক অরুপ কুমার দাশের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আমীর হোসেন মাস্টার, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক তজুমুল হক চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিপুল ভূষণ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাধবপুর আছাদ আলী কলেজের অধ্যক্ষ আবু জাহির, সুফিয়া-মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছালামত আলী খান, জনাব আলী সরকারি কলেজের উপাধ্যক্ষ সামসুজ্জামান খান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভিন খানম, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তোফানী।

স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ ও মানপত্র পাঠ করেন ইংরেজি বিভাগের প্রভাষক জসিম উদ্দিন।

সম্প্রতি বানিয়াচং আইডিয়েল কলেজ এমপিওভূক্ত হওয়ায় কলেজ এবং এলাকাবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে স্কুল,কলেজের ছাত্র-ছাত্রী,এলাকাবাসী, গণমাধ্যমের কর্মীবৃন্দসহ বিপুল পরিমান মানুষের উপস্থিতি ছিল।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ