শনিবার, ১০ মে ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট নগরীর খাসদবির এলাকায় একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার ভোর রাতে খাসদবির আবাসিক এলাকায় পাথর ব্যবসায়ী জায়নাল মিয়ার বন্ধন জি ২৩/৩ নং বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ১৫ ভরি স্বর্ণ ও দুটি মোবাইল লুটে নেয়।
পাথর ব্যবসায়ী জায়নাল মিয়া জানান- সোমবার রাত সাড়ে ৩টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতরা প্রথমে ঘরের জানালা ভেঙে ভেতর প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যতে হাত-পা বেঁধে ফেলে। এরপর বিচানার চাদর দিয়ে সবার মুখ ডেকে ফেলে এবং ঘণ্টাব্যাপী বাড়িতে তাণ্ডব চালায়।
একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণ, দুটি মোবাইল ও অন্যান্য মালপত্র লুটে নেয়। এ ছাড়া বাড়ির বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে ডাকাতরা।
এদিকে, খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলম জানিয়েছেন, খাসদবিরে ডাকাতি নয়, চুরি হয়েছে।