করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে ব্যবসায়ীর বাসায় ডাকাতি

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২ মে, ২০১৬

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট নগরীর খাসদবির এলাকায় একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার ভোর রাতে খাসদবির আবাসিক এলাকায় পাথর ব্যবসায়ী জায়নাল মিয়ার বন্ধন জি ২৩/৩ নং বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ১৫ ভরি স্বর্ণ ও দুটি মোবাইল লুটে নেয়।

পাথর ব্যবসায়ী জায়নাল মিয়া জানান- সোমবার রাত সাড়ে ৩টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতরা প্রথমে ঘরের জানালা ভেঙে ভেতর প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যতে হাত-পা বেঁধে ফেলে। এরপর বিচানার চাদর দিয়ে সবার মুখ ডেকে ফেলে এবং ঘণ্টাব্যাপী বাড়িতে তাণ্ডব চালায়।

একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণ, দুটি মোবাইল ও অন্যান্য মালপত্র লুটে নেয়। এ ছাড়া বাড়ির বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে ডাকাতরা।

এদিকে, খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলম জানিয়েছেন, খাসদবিরে ডাকাতি নয়, চুরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ