শনিবার, ১০ মে ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্র থেকে ৩ টি মোবাইলসহ অর্ধশতাধিক ক্যালকুলেটর জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে মিরপুর এফ এন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এগুলি জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট আয়েশা হক।
জানা যায়, আজ ছিল জেএসসি পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা। পরীক্ষার্থীরা সাইন্টেফিক ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসলে পরীক্ষা কেন্দ্রে আসা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এগুলি জব্দ করেন।
এ সময় তিন দুই কেন্দ্রের ৫ ভেন্যুতে পরীক্ষার্থীদের কাছে থাকা ক্যালকুলেটর জব্দ করার নির্দেশ দেন পরীক্ষা কেন্দ্রে থাকা দায়িত্বশীলদের। সব কয়টি পরীক্ষাকেন্দ্রের ভেন্যু থেকে ক্যালকুলেটর জব্দ করা হয়।