করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ফের পেছাল জেএসসি-জেডিসি পরীক্ষা

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

করাঙ্গীনিউজ: ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ১২ নভেম্বর অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও ১৪ নভেম্বরের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)-এর গণিত পরীক্ষা ফের পিছিয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবর্তিত সময় অনুযায়ী জেএসসি ও জেডিসির গণিত পরীক্ষা যথাক্রমে ১৪ নভেম্বর সকাল ১০টায় এবং ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এর আগে একই কারণে ৯ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এ দিনের জেএসসির পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসির পরীক্ষা ১৪ নভেম্বর নেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, ১২ নভেম্বর ও ১৪ নভেম্বর অনুষ্ঠেয় পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে।

এদিকে আজকের জেএসসির পরীক্ষা ১৩ তারিখে আর জেডিসির পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী ১১ নভেম্বর জেএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে এ পর্যন্ত দুদিনের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ