শনিবার, ১০ মে ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ২য় বর্ষ অনার্স পরীক্ষা শনিবার (০৯ নভেম্বর) থেকে শুরু হবে।
শুক্রবার (০৮ নভেম্বর) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, সারাদেশে ২৯৮টি কেন্দ্রে ৭৯৭টি কলেজের ৪ লাখ ৩২ হাজার শিক্ষার্থী ৩১টি বিষয়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে এরইমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা চেয়েছে।