করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে রবীন্দ্র স্মরণোৎসব শুরু আজ

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: রবীন্দ্র স্মরণোৎসব উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে সিলেটকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট ভ্রমণে এসেছিলেন ১৯১৯ সালের নভেম্বরে। বেড়িয়েছিলেন প্রকৃতি কন্যার বিভিন্ন এলাকা। গিয়েছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বক্তৃতাও করেছিলেন। সিলেটের বহুমাত্রিক সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্যও আকৃষ্ট করেছিল বাংলার প্রথম নবেল জয়ী রবী ঠাকুরকে। সেই ভ্রমণের শতবর্ষ পরে সিলেটবাসী বিশ্বকবির স্মৃতি স্মরণ করতে যাচ্ছে। তিনদিন ব্যাপি স্মরণোৎসব শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে।

সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ প্রাঙ্গণে বিকাল সাড়ে ৩টায় কবিগুরুর ম্যুরাল উন্মোচনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব উদযাপন পর্ষদের আহবায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকাল ৪টা থেকে শুরু হবে সিলেটের অর্ধসহস্রাধিক শিল্পিদের পরিবেশনায় নৃত্য, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। এছাড়া থাকবে একক পরিবেশনাও।

তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব উপলক্ষে সিলেট সেজেছে বর্ণিল সাজে। কবিগুরুর ছবি সম্বলিত বিভিন্ন বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো নগরী। ব্যতিক্রমী বিভিন্ন পোষ্টার ব্যানার নজর কাড়ছে সবার। ঐতিহাসিক এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসার কথা থাকলেও তিনি আসছেননা বলে জানা গেছে। তবুও অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে আয়োজনের কোন কমতি রাখছেননা কর্তৃপক্ষ।

এদিকে, কবিগুরুকে স্মরণ করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাসিত তুমি, বাঙলার রাষ্ট্রসীমা হতে কিংবা সুন্দরী শ্রীভূমি এসব কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট সম্পর্কে মনোভাব ব্যক্ত করেন।

১৯১৯ সালের নভেম্বরে ভারতের শিলং সফরের সময় ৫ নভেম্বর সিলেট আসেন তিনি। রেল পথে আসা বিশ্বকবিকে সিলেটের সর্বস্তরের মানুষ রেলস্টেশনে বরণ করেন। পরে বিশেষ আকারের ‘বজরা নৌকা’ চড়ে সুরমা নদী পাড়ি দেন। কবির সেই সফরের শতবর্ষ উদযাপন করতে যাচ্ছেন সিলেটবাসী।

সিলেট সফরকালে কবিগুরু সিলেট মুরারী চাঁদ কলেজ, ব্রাহ্মমন্দির, সিংহ বাড়ী, খ্রিস্টান মিশনারী বাংলো ও মাছিমপুর মণিপুরী পাড়া পরিদর্শন করেন। ১৯১৯ সালের ৬ নভেম্বর মাছিমপুরে মণিপুরী রাখাল নৃত্য ও রাসনৃত্য দেখে মুগ্ধ হন কবি। তার স্মৃতি ধরে রাখতে সেখানে স্থাপিত হয়েছে স্মৃতিস্তম্ভ।

সফরকালে সিলেট মুরারী চাঁদ কলেজে কবিগুরু ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। বর্ণিল আয়োজনে, সিলেটে তিনদিন ব্যাপি রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসবের মধ্যে আজ ৫ নভেম্বর আগমনী অনুষ্ঠান, ৭ নভেম্বর মুরারিচাদ কলেজে আন্তর্জাতিক সেমিনার ও জেলা স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৮ নভেম্বর হবে সমাপনি অনুষ্ঠান। এতে দেশ বিদেশের শতাধিক রবীন্দ্র গবেষক ও শিল্পী অংশ নেবেন।

এদিকে, সিলেটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবার্ষিকী উপলক্ষে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করবে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় নগর ভবন থেকে বর্ণাঢ্য এ র‌্যালি বের করা হবে।

সিসিকের জনসংযোগ শাখা জানায়, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ নগরীর রবীন্দ্র অনুরাগী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ র‌্যালীতে অংশগ্রহন করবেন।
এতে নগরীর সকল রবীন্দ্র অনুরাগীদের র‌্যালীতে অংশগ্রহন করতে অনুরোধ জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ