করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে শাশুড়িকে হত্যা করে জামাইয়ের ‍আত্মহত্যা

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

এম.মুসলিম চৌধুরী,মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শাশুড়িকে কুপিয়ে হত্যা করে বিষপান করে আত্মহত্যা করেছেন কামাল খাঁন (৩০) নামে এক যুবক। এসময় আরো তিনজনকে কুপিয়ে জখম করা হয়।

শনিবার সকাল ৬টার দিকে সিন্দুরখান রোডে এ ঘটনা ঘটে।

নিহত মুরশেদা বেগম (৩৫) ওই এলাকার মনি মিয়ার স্ত্রী।
আহতরা হলেন-শ্বশুর মনি মিয়া (৪৫), কামাল খানের স্ত্রী মুক্তা বেগম (২৩) ও ভাই তামিম (২০)। তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ১০ মাস আগে কামাল কানের সঙ্গে মুক্তা বেগমের বিয়ে হয়। মুক্তা সংসার করবে না বলে কিছুদিন আগে কামাল খানকে তালাক দেন। এর জের ধরে শনিবার সকালে কামাল খান মুক্তাদের বাড়িতে এসে ধারালো দা দিয়ে সবাইকে কুপিয়ে আহত করে।

এসময় তিনি বলেন, আমি নিজেও বাঁচবো না, তোদের ও বাঁচতে দেবোনা। এই বলে তিনি বিষপান করে আত্মহত্যা করেন।

শ্রীমঙ্গল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহেদা আকতার জানান, স্থানীয়রা কামাল খানকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ