রবিবার, ১১ মে ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
তিন দিন ব্যাপী এই বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৩৪ টি কিন্ডার গার্টেনের ১৩৮২ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে।
বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্র ছাত্রী, শিক্ষক কর্মচারী, স্কুল পরিচালক ও অভিভাকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশেরর সৃষ্টি হয়।
মাধবপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক জিয়াউর রহমান সুজন জানান, ২০১৯ সালের বৃত্তি পরীক্ষায় মাধবপুর উপজেলার ৩৪টি কিন্ডারগার্টেন স্কুলের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ১৩৮২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। এখানে খুব সুন্দরভাবে এবং উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অপেক্ষমান অভিভাবকদের মধ্যে ঈদের আমেজ পরিলক্ষিত হচ্ছে।
পরীক্ষা নিয়ন্ত্রক সাইফুল হক মির্জা জানান, কুমলমতি শিশুদেরকে উৎসাহীত করা এবং তাদের শিক্ষা জীবনের শুরুতেই প্রতিযোগীতামুলক করে গড়ে তোলার উদ্দেশ্যকিন্ডারগার্টেন এসোসিয়েশন এধরনের যুগপাযোগি ও বাস্তবধর্মী কর্মসুচী বাস্তবায়ন করে যাচ্ছে। ভবিষ্যৎ এর পরিসর আরও বৃদ্ধি করা হবে।