শনিবার, ১০ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে বাদশা ফ্যাক্টরীর এক কর্মচারীর রহস্য জনক মৃত্যু হয়েছে।
এদিকে মৃত্যুর পর ওই কর্মচারীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় ফ্যাক্টরীর কর্মকর্তারা।
শুক্রবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নেত্রকোনা জেলা সদরের বোবাহেলা গ্রামের আব্দুর রহমানের পুত্র রুবেল মিয়া (২০) প্রায় কয়েক মাস যাবত বাদশা ফ্যাক্টরীতে কর্মরত আছে।
উল্লেখিত সময়ে বাদশা ফ্যাক্টরীর ভেতরে তার মৃত্যু হয়। তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে কেউ বলতে পারছে না। তবে অন্য একটি সূত্র জানায়, বাদশা ফ্যাক্টরীর ভেতরে কাজ করার সময় রুবেল বিদ্যুৎপৃষ্ট হয়।
পরে রুবেল কে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই সানা উল্লাহ্ লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে সদর থানার এসআই সানা উল্লাহ জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।