শনিবার, ১০ মে ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ : হবিগঞ্জ শহরতলীর বড়বহুলা থেকে নিষিদ্ধ ইয়াবাসহ দুলাল মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই সুদ্বীপ রায় ও এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী ওই এলাকার মৃত সরাফত উল্লাহর পুত্র।
পুলিশ জানায়, আটককৃত মাদক ব্যবসায়ী দুলাল মিয়া দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়বহুলা গ্রামে অভিযান চালিয়ে তাকে ১০ পিছ নিষিদ্ধ ইয়াবাসহ আটক করা হয়।