শনিবার, ১০ মে ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় করেছেন ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম শামীম।
শুক্রবার রাত ৮টার দিকে দেশমঞ্চে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- দেশ নাট্যগোষ্ঠীর সহসভাপতি জিতু আহমেদ মাখন, সাধারণ সম্পাদক হারুন সাঁই, সিনিয়র সদস্য মামুন আল রশিদ, ফারুক দেওয়ান, যুগ্ম সম্পাদক এম এ ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান সুমন, প্রশিক্ষণ সম্পাদক ফখরুল হামিদ, নাট্যকর্মী শাহীন আহমেদ, আল আমিন প্রমুখ । পরে দেশমঞ্চে শেখ ভানু ও দীনহীনের গান পরিবেশন করেন ফারুক দেওয়ান। এর আগে গতকাল সকালে সিরাজুল ইসলাম শামীম শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিবের সাথে সাক্ষাত করেন।