করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শাবির ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৩০ অক্টোবর বুধবারের মধ্যে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন শাবি’র ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

রোববার সাংবাদিকদের ভিসি বলেন, সিলেটবাসীর সহযোগিতায় খুব সুন্দরভাবে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এখন যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ করার চেষ্টা করছি।

তিনি বলেন, আমরা একটি নির্ভুল ফলাফল তৈরী করতে কাজ করে যাচ্ছি, যেটা নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন থাকবে না। এজন্য আমাদের তিন-চারদিন সময় লাগবে। ফলাফল প্রকাশের পরপরই আমরা দ্রুত ভর্তি কার্যক্রম শুরু করবো।

গত শনিবার সকাল সাড়ে নয়টায় এ ইউনিট ও বেলা আড়াইটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাতে ১৭০৩ টি আসনের বিপরীতে ৭০৫৫৪ পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ৯০ শতাংশ পরিক্ষার্থী উপস্থিত ছিলো বলে জানান শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ