শনিবার, ১০ মে ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মনতৈল পূর্বপাড়া গ্রামে সংঘর্ষে আহত আবু তারা (৬০) দুই সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জালড়ে আবশেষে মারা গেছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ১১টার সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
জানা যায়, ওই গ্রামের ময়না মিয়ার সাথে প্রতিবেশী নুর মিয়ার জমির সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জের ধরে গত ১৩ এপ্রিল নুর মিয়া তার পুত্র শফিকুল, সোহেল মিয়াসহ একদল লোক ময়না মিয়ার বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায়।
এসময় তারা বাধা দিলে উভয় পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে ময়না মিয়ার স্ত্রী আবু তারা (৬০), আমির আলী (৩৫) ও বাসিত (৩৫) আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আশংকাজনক অবস্থায় আবু তারাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে লাখাই থানার ওসি মোঃ মোজাম্মেল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেন।