করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে ‘ভূয়া ডিবি পুলিশ’ আটক

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার শহরে চাঁদা আদায়ের চেষ্টার সময় ভূয়া ডিবি পুলিশ পরিচয়ধারী শাওন রায় কানু (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার বিকেলে শহরের পশ্চিমবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শাওন শ্রীমঙ্গল উপজেলার পাতিরবাংলা এলাকার বিমল রায়ের ছেলে।

পুলিশ জানায়, শহরের আলামিন জেনারেল ষ্টোর এর স্বত্বাধীকারি মোশারফ হোসেনের কাছে ডিবি পরিচয় দেন আটকৃত ব্যক্তি শাওন। দোকানে পলিথিনের ব্যবসা করেন এমন অভিযোগ দিয়ে টাকা দাবী করে সে। তার চাল-চলনে সন্দেহ হয় দোকানের মালিকের। একপর্যায়ে পরিচয় সনাক্তের জন্য জিজ্ঞাসাবাদ করে পুলিশকে খবর দেয়া হয়।

মৌলভীবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি বিনয় ভূষন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূয়া ডিবি পুলিশ সেজে দোকান থেকে টাকা আদায় করতে চেয়েছিল শাওন রায়। পরে দোকানের মালিক পুলিশকে খবর দেন। আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ