করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন থেকে বদরুন নেছা (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার দদিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রাম থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মখদ্দছ আলী বলেন, শনিবার দুপুর ১২টার দিকে শরীফপুর গ্রামের বাসিন্দা শুক্কুর আলীর ছোট মেয়ে বদরুননেছা ঘরের আড়ায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগান। এসময় তাঁর দিনমজুর বাবা শুক্কুর আলী ও মা এখলাছুন নেছা গৃহস্থালীর কাজে বাড়ির বাহিরে ছিলেন। বাড়িতে ফিরে তাঁর বাবা-মা ঘরের ভিতর বদরুন নেছার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরে কুলাউড়া থানা পুলিশকে খবর দেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে উপ-পরিদর্শক আবুল বাশার ঘটনাস্থলে গিয়ে বদরুন নেছার লাশ উদ্ধার করে নিয়ে আসেন।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক আবুল বাশার সন্ধ্যা ৬টার দিকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহালে গলায় ফাঁস লাগানোর ব্যাপারটি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ