করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে নদী থেকে শিশুর লাশ উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির পাশের ধলাই নদীতে কলাগাছের ভেলায় উঠতে গিয়ে মারজানা আক্তার নামের ৫ বছরের এক শিশু নদীর পানিতে পড়ে তলিয়ে যায়।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে কমলগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে। এর ৩ ঘন্টা পর শিশুটির লাশ উদ্ধার করেছে কমলগঞ্জের ফায়ার সার্ভিস দলের উদ্ধারকারীরা।

জানা যায়, কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুড়মাকাপন গ্রামের কদর মিয়ার শিশুকন্যা ফারজানা সকালে বসতঘরের আঙিনায় সহপাঠীদের সঙ্গে খেলা করছিল। খেলা শেষে সকাল ১০টার দিকে বসতঘরের পাশের ধলাই নদীতে যায়। সেখানে বাঁধা থাকা কলাগাছের ভেলায় উঠতে গিয়ে ফারজানা নদীর পানিতে পড়ে তলিয়ে যায়।

এ সময় ফারজানার সহপাঠীর চিৎকারে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় ডুবুরিরা ফারজানাকে উদ্ধারে অভিযান চালান। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটে।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতা করলেও তাদের উদ্ধার সরঞ্জাম না থাকায় তারা ফিরে যান।

পরে বেলা পৌনে ২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৮-৯ কিলোমিটার ভাটি অঞ্চলে ধলাই নদীর চৈতন্যগঞ্জ এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর নামের এক সিএনজি অটোরিকশাচালক নদীতে শিশুটির মরদেহ ভেসে যেতে দেখে উদ্ধার করেন বলে জানিয়েছেন স্থানীয় পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ