করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরে ডুবে মো. তানভীর মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সে উপজেলার পশ্চিম ভাড়াউড়া (বালুচর) গ্রামের সাজু মিয়ার ছেলে।

রোববার (১৩ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার সকালে বাবা-মায়ের অজান্তে তানভীর ঘরের পেছনে পুকুর পড়ে খেলার সময় পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর আত্মীয়-স্বজন সোয়া ১০টার দিকে তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নিশিত কান্তি চক্রবর্তী বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ