করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জয়নুল ইসলাম (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চাঁনগ্রাম এলাকার মৃত মোস্তাকিন মিয়ার ছেলে।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার চা কন্যা নামক স্থানে এ ঘটনাটি ঘটে। র‌্যাবের দাবি তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

র‌্যাব-৯ শ্রীমঙ্গলের স্কোয়াড কমান্ডার কামরুজ্জামান জানান, দু’দিন আগে সিলেট থেকে আন্তঃজেলা ডাকাত দলের কয়েকজন সদস্যকে আটক হয়। তাদের দেয়া তথ্যমতে শনিবার রাতে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে ডাকাত দলের অন্য সদস্যরা র‌্যাবের ওপর আক্রমণ করে। এ সময় র‌্যাব পাল্টা গুলি চালালে জয়নাল ইসলাম নামে এক ডাকাত নিহত হন এবং অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক জানান, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। মামলা হলে বিস্তারিত তথ্য জানানো যাবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ