শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি,সিলেট : সিলেট সদর উপজেলার খাদিমনগর থেকে অজ্ঞাত (৪০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে ৪টায় খাদিমনগর ইউনিয়নের খাটুকুড়ি গ্রামের ময়না মিয়ার ফিসারি থেকে এ লাশ উদ্ধার করা হয়। স্থানীয় পথচারীরা ফিসারিতে অজ্ঞতনামা ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান- খাদিমনগর ইউনিয়নের খাটুকুড়ি গ্রামের ময়না মিয়ার ফিসারি থেকে এ লাশ উদ্ধার করে হয়েছে।
এলাকার লোকজনের কাছ থেকে জানা য়ায়- ঐ ব্যক্তি পাগল বেশে এলাকায় ঘুরাফেরা করতো।