শনিবার, ১০ মে ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে নৌকা ডুবিতে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ইন্তাজ মিয়া (৪৫) উপজেলার নন্দীরগাঁও গ্রামের মৃত মনফর আলীর ছেলে।
সোমবার সকালে সীমান্তবর্তী শিলচন্দ হাওর থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয়রা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ধান বোঝাই নৌকা ডুবিতে ইন্তাজ আলী নিখোঁজ হন।
নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।