সোমবার, ১২ মে ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ দিন ধরে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে গৌরাঙ্গ বোনার্জি (৫৫) নামে ওই ব্যক্তির লাশটি উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি গৌরাঙ্গ বোনার্জি ওই বাগানেরই বাসিন্দা বলে শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়।
নিহত ব্যক্তির পারিবারের সদস্যরা জানান, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে নিহত গৌরাঙ্গ বোনার্জি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজনরা ভেবেছিলেন সে কোথাও বেড়াতে গেছে। তাই তারা থানায় কোন সাধারণ ডায়েরী করিনি বলেও জানান।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটিকে আমরা আত্মহত্যা বলে মনে করছি।” তবে ময়নাতদন্ত এবং অধিকতর পুলিশি তদন্তের পর নিহত ব্যক্তির মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও উল্লেখ করেন পুলিশের এ কর্মকর্তা।