শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: বিভিন্ন ক্যাটাগরিতে সিলেটের পাঁচ নারীকে জয়িতা সম্মাননা জানানো হয়েছে।
মঙ্গলবার নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে তাদের সম্মাননা জানানো হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়।
সম্মাননা প্রাপ্তনা হলেন- নুরুন্নাহার বেবি, সবিতা বেগম মিরা, জান্নাতুল নাহার, ডেইজি তালুকদার ও ফরিদা ইয়াসমিন।
বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি নাসিমা বেগম তার বক্তব্যে নারীদের কল্যাণে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
তিনি বলেন- মোট জনসংখ্যার অর্ধেক নারী। সুতরাং দেশকে এগিয়ে নিতে হলে নারীদের স্বাবলম্বী হতে হবে। তাদের বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরো বলেন- সরকারের নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন করতে পারলে নারীর প্রতি সহিংসতা কমবে এবং দেশের সামগ্রিক উন্নয়নে তার আরো বেশি অবদান রাখতে পারবেন। তিনি এ ব্যাপারে কাজ করতে প্রশাসনের প্রতি আহব্বান জানান।
বিশেষ অতিথিবৃন্দ ও তাদের বক্তব্যে বর্তমান সরকারকে নারীবান্ধব আখ্যায়িত করে সম্মাননা প্রাপ্তদের অভিন্দন জানান।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ বলেন- বাংলাদেশের উন্নয়নে নারী সমাজ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নানা বাধা-বিপত্তি সত্বেও তারা নিজেদের এবং দেশের জন্য কাজ করে যাচ্ছেন। সরকার নারীদের কল্যাণে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করছেন। সমাজের প্রত্যেকের উচিৎ তাদের সহযোগিতা করা।
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দীন আহমদ কামরান বলেছেন-ব র্তমান সরকার নারীবান্ধব সরকার। নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারীদের ঘরে বন্দি করে রাখলে দেশের সামগ্রিক উন্নয়নে বাধাগ্রস্ত হতে পারে।
তিনি বলেন- আজ দেশের নারী সমাজ দেখিয়ে দিয়েছেন তারা ও পারেন। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন জেলা থেকে আসা আরো ১৫ জন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।