শনিবার, ১০ মে ২০২৫, ১১:১২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক :সেপ্টেম্বরের শেষাংশে বক্স অফিসের হাহাকার ঘুচিয়ে অক্টোবর মাসটি দারুণভাবে শুরু করবে বলিউড। বহু প্রতীক্ষিত ঋত্বিক ও টাইগারের ‘ওয়ার’ মুক্তি পাচ্ছে অক্টোবরের ২ তারিখেই। এছাড়াও এমাসে মুক্তি পাবে প্রিয়াঙ্কা চোপড়ার ‘দ্য স্কাই ইজ পিংক’, সাইফ আলি খানের ‘লাল কপ্তান’, রাজকুমার রাওয়ের ‘মেড ইন চায়না’ এবং তাপসী পান্নুর ‘ষাঁড় কি আঁখ’।
অক্টোবর মাসে দারুণ কিছু গল্প, ইতিহাস, কৌতুক, অ্যাকশন ও রোমাঞ্চ নিয়ে সিনেমার ডালি সাজিয়েছে বলিউড।
অক্টোবর ২: ওয়ার
অক্টোবর ১১: দ্য স্কাই ইজ পিংক
অক্টোবর ১১: লুটকেস
অক্টোবর ১৮: লাল কপ্তান
অক্টোবর ২৫: ষাঁড় কি আঁখ
অক্টোবর ২৫: মেড ইন চায়না
এছাড়াও দক্ষিণী সিনেমা ‘সাই রা নরসিংহ রেড্ডি’ ২ অক্টোবরে হিন্দি ভাষাতেও মুক্তি পাবে। ফলে হিন্দি বলয়ে সিনেমাটি অন্যান্য বলিউড সিনেমার সঙ্গে বক্স অফিসে লড়াই করবে।
অক্টোবর ২: সাই রা নরসিংহ রেড্ডি