শনিবার, ১০ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বাকী ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর কার্য্যালয় থেকে প্রকাশ করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে একক প্রার্থী তালিকা আওয়ামী লীগের দলীয় প্রধান কেন্দ্রে প্রেরণ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এর মধ্যে গত রোববার ৪টায় আওয়মী লীগের দলীয় প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ৬টি ইউনিয়নে গত রোববারে চূড়ান্ত করা হলেও বাকী রয়ে যায় ৭টি ইউনিয়নে দলীয় প্রার্থীর চূড়ান্ত প্রক্রিয়া।
অবশিষ্ট বাকী ৭টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছেন।
অনুমোদনকৃত ৭টি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- ৭নং করগাঁও ইউনিয়নে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাস রানা, ৮নং সদর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু , ১০নং দেবপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল মুহিত চৌধুরী, ১১নং গজনাইপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল খয়ের গোলাপ, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদুল হক চৌধুরী, ১৩নং পানিউমদা ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান ইজাজুর রহমান।
নবীগঞ্জে ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৯ শত ৫৭। নির্বাচনকে কেন্দ্র করে নবীগঞ্জের সর্বত্র উৎসবমুখর পরিবেশের বিরাজ হয়েছে।
উল্লেখ্,য আগামী ২৮ মে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।