শনিবার, ১০ মে ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি চুরি হয়েছে।
সোমবার রাতের কোন এক সময় দূর্বত্তরা তথ্য সেবা কেন্দ্রের দরজার তালা কেটে ভিতরে প্রবেশ করে কম্পিউটার সিপিও, মনিটর,স্কেনার, সহ ২ লাখ টাকার সরকারি মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের সচিব মাশুক মিয়া থানায় একটি অভিযোগ করেছেন। স্থানীয় চেয়ারম্যান মীর খোরশেদ আলম এ প্রতিনিধিকে জানান, চুরির ঘটনায় হতবাক হয়েছি। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
থানার ডিউটি অফিসার এএসআই আসাদ উল হক অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।