শনিবার, ১০ মে ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাারের শ্রীমঙ্গলে ভুনবীর ইউনিয়নে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে খুনের মামলার আসামিসহ ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক টিমের অভিযানে ছাগলে ধানের চারা থাওয়াকে কেন্দ্র করে একজনকে হত্যা মামলার প্রধান আসামি সোহেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ৭ মে সকাল ৮টার দিকে ছাগলে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের মাসুক নামের এক ব্যক্তির উপর হামলা চালায় সোহেল মিয়া গং। তাদের হামলায় গুরুতর আহত হয় মাসুক মিয়া। আহত মাসুক মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে পাঠায়। পরে মাসুক মিয়ার অবস্থা গুরুতর হওয়াতে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারের পরামর্শে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মাসুক মিয়া মারা যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এর সার্বিক নির্দেশনায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে মামলার আসামি মকসুদ মিয়া (৩০), কাশেম মিয়া (২২) ও রুবেল মিয়া (২০) কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল শহরতলীর সুরমাভ্যালী এলাকা থেকে মামলার প্রধান আসামি সোহেল মিয়া (৩২) কে আটক করেছে পুলিশ।
অন্য অভিযানে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার হয়েছে।
আটককৃতরা হলেন, জালাল আহমদ, মো, জালাল আহমদ, রাহেল মিয়া (২৯), হুসাইন মিয়া (২৫) ও ফয়েজ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার সকালে মৌলবীবাজার জেরা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।