করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচঙ্গে গরুচুরির অভিযোগে দুই ব্যক্তি আটক, ৮ জনের বিরুদ্ধে মামলা

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৪ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার : বানিয়াচঙ্গে মহিলার গরুচুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো, বানিয়াচং উপজেলার  কাগাপাশা গ্রামের সাবাজ মিয়ার ছেলে মাসুক মিয়া (২৫) ও একই গ্রামের মস্তু মিয়া (৩০)। এ ঘটনায় নেহারা খাতুন বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল উপজেলার রামগঞ্জ গ্রামের নেহারা খাতুনের একটি গাভী গরু মাঠে ঘাস খাওয়া অবস্থায় ধরে নিয়ে অভিযুক্তরা। পরদিন সন্ধ্যায় আসামী আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে নিয়ে জবাই করে মাংস ভাগবাটোয়ারার সময়ে খবর পেয়ে মহিলা তার বাড়িতে গিয়ে জবাইকৃত গরুকৃত গুরু সনাক্ত করে। এ সময় তারা পালিয়ে যায়। এ ঘটনার পর ৩০ এপ্রিল নেহারা খাতুন বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে গত ২৯ এপ্রিল পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে মাসুক মিয়া ও মস্তু মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

মামলার অপর অভিযুক্তরা হলো, একই গ্রামের ওয়াহিদ মিয়া, আব্দুল্লাহ আল মামুন, দাইম উদ্দিন, রশিদ মিয়া, শাকিল মিয়া ও  জিলু মিয়া।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গরুচুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ