শনিবার, ১০ মে ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে জেলা প্রশাসনের অভিযানে অবৈধ ভাবে দখল করে থানা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে অবৈধ দখলদারদের কবল থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
রোববার (৫ মে) মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ও বার এসোসিয়েশনের সামনে অভেধ ভাবে গড়ে উঠা ১০টি স্থাপনা উচ্ছেদ করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাইল হোসেন জানান, অভিযানে ১০টি স্থাপনা দখলমুক্ত করা হয়েছে। দখলদাররা দীর্ঘদিন যাবৎ গুরুত্পূর্ণ স্থানে সরকারি সম্পত্তি দখল করে রেখেছিল। উদ্ধারকৃত জমির মূল্য সাড়ে ৩ কোটি টাকা বলে জানান তিনি।