শনিবার, ১০ মে ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি : যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে নটিংহ্যামশায়ারের ম্যানসফিল্ড সাউথ ওয়ার্ডে কাউন্সিলর পদে রিফর্ম ইউকে (Reform UK) পার্টি থেকে বিজয়ী হয়েছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার চরগাঁও বড় বাড়ির কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ফয়ছল চৌধুরী।
তিনি মোট ২,০২৭ ভোট পেয়ে জয়লাভ করেন এবং পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী স্টিভ গার্নারকে। এই আসনটি পূর্বে স্টিভ গার্নারের দখলে ছিল।
শুক্রবার (২ মে) বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়।
ফয়ছল চৌধুরীর এ জয় রিফর্ম ইউকে পার্টির জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ দলটি সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে জনসমর্থনের ধারায় শক্তিশালী হয়ে উঠছে। রিফর্ম ইউকে একটি ব্রেক্সিট-পরবর্তী রাজনৈতিক দল, যা অভিবাসন, আইনশৃঙ্খলা এবং কর হ্রাসসহ নানা ইস্যুতে জনমত গড়ে তুলছে।
ফয়ছল চৌধুরী নবীগঞ্জ পৌরসভার চরগাঁও বড় বাড়ির আব্দুল মতিন ওরফে ছুবা মিয়া চৌধুরীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যে প্রবাস জীবন যাপন করলেও শিকড়ের টান ভুলে যাননি। তিনি সেখানে বাংলাদেশি কমিউনিটির জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। মসজিদ, সামাজিক সংগঠন, দরিদ্র শিক্ষার্থী, চিকিৎসা সহায়তা, মানবিক সংকটে থাকা প্রবাসীসহ দেশে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন।
তার এই বিজয়ে শুধু নবীগঞ্জ বা হবিগঞ্জ নয়, প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের ঢেউ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে তাকে।
বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় ফয়ছল চৌধুরী বলেন, “এই জয় শুধু আমার নয়, এটি আমার কমিউনিটির সকল মানুষের। আমি কথা দিচ্ছি, মানুষের কল্যাণে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
কমিউনিটি সেবায় তার অবদান আগামীতেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে—এমনটাই প্রত্যাশা করছেন সবাই।