করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধিমৌ: লভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার একটি চা-পাতার গোডাউনে থেকে দাঁড়াশ সাপটি উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সাপটি দোকান ঘরের ভিতরে ডুকে পড়ে। এসময় লোকজন আতঙ্কিত হয়ে বিষাক্ত সাপ ভেবে সাপটিকে মারার জন্য তাড়া করে। এক পর্যায়ে সাপটি ভয়ে একটি মরা নারিকেল গাছের ভিতরে আশ্রয় নেয়।

পরে সেখানে থাকা মামুন আহমদ নামের এক ব্যক্তি সাপটিকে না মারার জন্য লোকজনকে অনুরোধ করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দীপ গিয়ে সাপটিকে উদ্ধার করেন।

সজল দেব জানান, দাঁড়াশ সাপ একটি নির্বিষ কৃষি উপকারী সাপ। এটি খাদ্যের সন্ধানে লোকালে এসেছিল। সাপটিকে উদ্ধারের পর শ্রীমঙ্গলস্থ বন বিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ