শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকায় ডাকাতির ঘটনায় ৫ পাকাতসহ ৭জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুষ্টিত টাকা ও মালামাল। এছাড়াও দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার ৬ ফ্রেব্রæয়ারি মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) এর নির্দেশে অপরাধীদের ধরতে মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম মাটে নামে।
এক পর্যায়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও সিলেট ওসমানীনগর দক্ষিণ সুরমা এলাকায় তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে মো. রায়হান মিয়া (২৫) আক্কুল মিয়া ওরফে আকুল (৩৪), মো. আফাজ মিয়া (৪৯) কে আটক করে পুলিশ। আটককৃতদের দেওয়া তথ্যমতে রায় হান মিয়ার বাড়ি থেকে ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
পরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাদের ২ দিনের পুলিশ রিমান্ডে মঞ্জুর করেন। আসামিদের গতকাল ২৮ এপ্রিল রিমান্ডে এনে জিজ্ঞাসাদ করে তাদের সহযোগী সুনামগঞ্জের জগন্নাপুর থেকে মো. মনর মিয়া (৫৫) এর বাড়িতে অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি পাইপগান, হাইড্রোলিক কাটার, তলা কাটার সাবল, মুখোশ উদ্ধার করে করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় জগন্নাখপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃত আসামিতের জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্যমতে সিলেট কোতোয়ালী থানার সোবহানীঘাট এলাকা থেকে ঘটনায় জড়িত অশোক কুমার দে (৪০) কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে আন্তজেলা ডাকাত দলের প্রধান আসামী তোফায়েল আহমদ তোফা (৩৬) কে শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণালংকার ক্রেতা স্বপন কর্মকারের জুয়েলারী দোকান থেকে স্বর্নেও ক্রেতা দিনেশ কর্মকার (৬৫) কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে লুণ্ঠিত ৪ ভরি ৭ আনা স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রির নগদ ৮লক্ষ ৬ হাজার ৯৮২ টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, আসামীদের দেওয়া তথ্যমতে তাদের সহযোগী আসামীদের ব্যপক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ডাকাতির ঘটনা ছাড়াও তারা পরস্পর যোগসাজসে গত ২১ এপ্রিল রাতে মৌলভীবাজার জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের বাগারাই গ্রামে প্রবাসী আব্দুর রহিম এর বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের জি¤িœ করে স্বর্ণালংকারসহ প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকার মালামাল লুট করে। এ ঘটনায় একটি মামলা মডেল থানায় দায়েরকৃত ছিল। ডাকাতির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রেস ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিনহাজ উদ্দিন প্রমুখ